রুপালি পর্দার অপ্রতিদ্বন্দ্বী খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব। পর্দায় তাঁর দরাজ কণ্ঠের গর্জন ছিল বাঘের মতো। তাঁর কণ্ঠে খলনায়কের বীভৎসতা যেমন প্রাণ পেত তেমনি সাদামাটা চরিত্রও দর্শকের মন জয় করত। নায়ক হিসেবে অভিষেক হলেও ভিলেন হিসেবে যিনি সফল হয়েছিলেন। আজ এই শক্তিশালী অভিনেতার ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি মাত্র ৫২ বছর বেঁচেছিলেন। তাঁর স্মরণে লিখেছেন- পান্থ আফজাল
রাজীব নামেই সুপরিচিত
ওয়াসীমুল বারী রাজীব হলেও তিনি বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে রাজীব নামেই সুপরিচিত ছিলেন। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর গম্ভীর ঝাঁজালো কণ্ঠ, রহস্যভরা চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টানটান উত্তেজনা তেমনি করত আতঙ্কিত। পর্দায় খলনায়ক হলেও পরিবার, সন্তান, ভক্ত, সহকর্মীদের কাছে তিনি ছিলেন মিশুক, হাস্যোজ্জ্বল আর আড্ডাবাজ এক মানুষ।
চলচ্চিত্রে আসার আগে
চলচ্চিত্রে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।বিস্তারিত