1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

জামায়াতের ১৪৯ নেতাকর্মীর বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৮৪ বার দেখা হয়েছে

আদালত প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এ টি এম আজহারুল ইসলামসহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় বিচার শুরু করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরু করার এ আদেশ দেন।

মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জামায়াত ইসলামীর বর্তমান আমির মোহাম্মাদ শফিকুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান।

২০১১ সালের এ মামলায় চার্জগঠনের শুনানির সময় এ টি এম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। চার্জগঠনের পর তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি এ টি এম আজহারুল ইসলাম। তাই নিরাপত্তাজনিত কারণে তাকে দীর্ঘদিন সিএমএম আদালতে না আনায় এ মামলার বিচার ঝুলে ছিল। চার্জগঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো।

২০১১ সালের ১৯ সেপ্টেম্বর কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান জামায়াত-শিবিরের ১৩০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা বলা হয়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে আসামি এটিএম আজহারের নেতৃত্বে ২৫০০-৩০০০ নেতাকর্মী জঙ্গি মিছিলে লাঠিসোঠা নিয়ে শান্তিনগর থেকে রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর অক্রমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে।

মামলাটি তদন্তের পর ২০১৯ সালের ২২ আগস্ট রমনা থানার উপপরিদর্শক (এসআই) মুাম্মাদ সাইফুল ইসলাম খান জামায়াতের ১৫০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার একজন আসামি পরবর্তীকালে মারা যান।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলাম মগবাজারের বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেয়। ওই রায় আপিলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ বহাল রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com