1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চ্যাটজিপিটিতে সুপারিশভিত্তিক বার্তা নিয়ে বিভ্রান্তি, সাময়িকভাবে ফিচার স্থগিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমা চাওয়ায় ফজলুর রহমান আদালত অবমাননা অভিযোগ থেকে অব্যাহতি ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা, বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক তীব্র মালদ্বীপ–বাংলাদেশ পুলিশ সহযোগিতা জোরদারে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক রাজবাড়ীতে পেঁয়াজের বাজারে অস্থিরতা, সরবরাহ ঘাটতিতে ভোক্তাদের চাপ জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক ধুরন্ধরের দ্রুত অগ্রযাত্রা: মুক্তির তিন দিনে শতকোটি রুপি আয় নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের আচরণে ক্ষোভ, দাবি বাস্তবায়নে জরুরি সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সেল্টার কাছে পরাজয়, চোট–কার্ডে জটিলতা বাড়ল পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা ও সাংবিধানিক বিধান নিয়ে আলোচনা জোরদার

অবরোধের আগের রাতে ৩ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজধানীর তিন জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগারগাঁওয়ে ভুঁইয়া পরিবহন, গাবতলীতে পদ্মা লাইন ও সায়েদাবাদে, গুলিস্তান–ডেমরা রুটে চলাচলকারী একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে- রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো ঘটনাস্থলে হয়েছে।

তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কোনো যাত্রী হতাহত হয়েছেন কী না প্রাথমিকভাবে জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

এদিকে, রাজধানী গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লিং পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১ টা ৭ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালে প্রধান সড়কের উপর যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, তারা খবর পেয়েছেন। তাদের ইউনিট সেখানে গেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বলেন, দুর্বৃত্তরা আনুমানিক রাত ১১টার দিকে একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাননি। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com