1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

টেকআউট দিয়ে গুগল ডাটা ডাউনলোড করবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫০ বার দেখা হয়েছে

প্রযুক্তি  ডেস্ক

অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডাটা ও ছবি ডাউনলোডের কার্যকর টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একই সঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ। টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে-

১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout.google.con) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এ জন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিকচিহ্ন সরে যাবে।

২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিকচিহ্ন দিন।

৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান, তা হলে ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর পর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিকচিহ্ন দিন। এবার ওকে বাটন সিলেক্ট করুন।

৪. স্ক্রল করে স্ক্রিনের একদম শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।

৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে, তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে, তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে, তা নির্বাচন করা যাবে। তবে ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।

৬. কতদিন পর পর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে, তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন- প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।

৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন। সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।

৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এর পর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের ওপর। এ জন্য কয়েক মিনিট বা কয়েকদিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট লেগেছে।

৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। ওই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে। গুগল এ লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পর এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না। এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com