নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর গাবতলী ও শেরেবাংলা নগর থানা এলাকায় ৯ মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১১টা এবং ১১টা ৯ মিনিটে এই আগুন দেওয়া হয়।
এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন, আজ রাত ১১টার দিকে শেরেবাংলা নগরের থানার বাংলাদেশ বেতার ভবনের সামনের সড়কে ভূঁইয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাসের আগুন নিভিয়ে ফেলে।
অন্যদিকে রাত ১১টায় ৯ মিনিটের দিকে গাবতলী এলাকায় পদ্মা লাইন নামের একটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাসের আগুনও নিভিয়ে ফেলেন।