শাকিলা জেনিম: অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে সতেরো বছরের অস্ট্রেলিয়ান। তাকে এখন ‘ডিম বালক’ নামেই ডাকা হচ্ছে।
কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং শনিবার মেলবোর্নে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে সময় ১৭ বছরের ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙ্গে। এদিকে ফেসবুকে সুশীল সমাজের প্রতিনিধি ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি আহবায়ক আমিনুল ইসলাম বুলু এক মন্তব্য বলেন – এই সেই সাহসী ছেলেটি যার নাম উইল কনোলি, ছেলেটি তার মায়ের সাথে ছবিতে, যে কিনা অস্ট্রেলিয়ান সিনেটরকে নিউজিল্যান্ডের মসজিদে ও বাইরে ৪৯ জন মুসলিম হত্যার জন্য অভিবাসন ও মুসলমানদেরকেই দায়ী করে বিতর্কিত মন্তব্য করেছিল তার মাথায় ডিম ভেংঙ্গে সবার কাছে আলোচনার ও গর্বের পাত্র হয়ে যায়, এমন সন্তান নিয়ে শুধু তার মা নয় আমরাও গর্বিত, কামনা করি অনেক বড় ও প্রতিষ্ঠিত হও।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। মন্তব্যটি ইতি মধ্যে বাংলাদেশের বিভিন্ন ফেসবুক গুপে ভাইরাল হয়েছে প্রায় ২ কোটি লোকে এই মন্তব্যটি দেখেছেন এবং ২ দিনে ১ টি পেজে লাইক পেয়েছে ২২ হাজার এবং মন্তব্য পেয়েছেন প্রায় ৬০০ টি । শেয়ার হয়েছে প্রায় ১৫০০ ।