1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বলিউডে যত বাংলাদেশি তারকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬২ বার দেখা হয়েছে

গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত বলিউডি সিনেমা ‘কড়ক সিং’। অবশ্য বলিউডে বাংলাদেশি সিনেমার তারকাদের অভিনয় এটাই প্রথম নয়। এর আগেও অনেক তারকা বলিউডে কাজ করেছেন এবং রীতিমতো কেন্দ্রীয় চরিত্রই রূপায়ণ করেন। এমন কয়েকজন তারকার কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

ববিতা [গেহেরি চোট]

 

১৯৮৩ সালে ভারতে মুক্তি পাওয়া ‘গেহেরি চোট’ (বাংলায় : দূরদেশ) ছবিটি ছিল একাধারে ভারত, বাংলাদেশ ও কানাডার যৌথ-প্রযোজনায় নির্মিত। এ ছবিটি প্রযোজনা করেছিল কানাডাভিত্তিক ফ্রেন্ডস ফিল্মস এবং বাংলাদেশের এহতেশাম প্রোডাকশন। সিনেমাটির পরিচালনায় ছিলেন ভারতের অম্ব্রিশ সান্যাল এবং বাংলাদেশের এহতেশাম। থ্রিলার ঘরানার সিনেমাটির মূল চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন ভারতের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বাবর, পারভীন ববি, ডেভিড আব্রাহাম, বাংলাদেশের ববিতা এবং ভারতের নাদিম।

 

 

শাবানা [শত্রু]

১৯৮৬ সালে বলিউডে মুক্তি পায় বলিউডি ছবি ‘শত্রু’। মূলত ১৯৮৪ সালের টালিগঞ্জের রঞ্জিত মল্লিক অভিনীত ‘শত্রু’ সিনেমাটি একই নামে রিমেক করা হয়। প্রমোদ চক্রবর্তী পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবিটিতে ভারতের রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন বাংলাদেশের শাবানা। এ ছাড়াও অভিনয় করেন গোলাম মোস্তফা, সৈয়দ হাসান ইমাম, নূতন প্রমুখ। আর ডি বর্মণের সংগীত পরিচালনায় লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলের পাশাপাশি কণ্ঠ দেন বাংলাদেশের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ছবিটি ব্যবসাও বেশ ভালো করে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com