1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১১৪ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫৯ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
দেশটির জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, বন্যায় সবচেয়ে বেশি আঘাত হানা সেনটানি এলাকার বহু ঘরবাড়ি ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বন্যা ও ভূমিধসে সৃষ্টি হওয়া কাদা ও ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোর ধ্বংসস্তপ থেকে এখন পর্যন্ত ৮৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১৫৯ জন। পাশাপাশি নিখোঁজ হওয়া ৭৪ জনের খুঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com