1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ইসি পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৩ ইসির সামনে তিন চ্যালেঞ্জ মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র্য ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল. কাটছেই না রাজনৈতিক সংকট ♦ জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা ব্যর্থ ♦ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে ♦ অবস্থান থেকে সরেনি দলগুলো বেপরোয়া মাদকচক্র : আসছে ১৮ জেলার ১০৫ পয়েন্ট দিয়ে দখলের কবলে ফ্লাইওভার ► হানিফ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে রাখা হয় বাস ► কাভার্ড ভ্যানের দখলে কুড়িল ফ্লাইওভারের নিচের জায়গা ► ভ্রাম্যমাণ দোকানে দখল খিলগাঁও ফ্লাইওভারও

তবে পেঁয়াজ ছাড়াই রান্না হোক পেঁয়াজের বাজার মাঝেমধ্যেই লাগামছাড়া হয়ে যায়। তখন রান্না করতে গেলে কিছুটা বিপাকে পড়তে হয় বৈকি। তাই পেঁয়াজ ছাড়া কিছু পদের রেসিপি জেনে রাখলে মন্দ হয় না। আর এখন শীতকাল। বাজারে উঠছে নতুন সবজি। রান্নায় নানা রকম সবজি তো কাজে লাগাতেই পারেন। পেঁয়াজ ছাড়া কয়েকটি পদ হাজির করেছেন ফাতিমা আজিজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

দই বেগুন

দই বেগুনছবি: প্রথম আলো

উপকরণ

বেগুন ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পুদিনা পাতাবাটা ১ চা-চামচ, গোটা শুকনা মরিচ ৪টি, চিনি আধা চামচ বা স্বাদমতো, টক দই আধা কাপ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, লবণ দেড় চা-চামচ, ময়দা সিকি চা-চামচ বা স্বাদ অনুযায়ী, তেল (শুকনা মরিচ ফোড়নের জন্য) ৩ টেবিল চামচ ও চিলি ফ্লেক্স আধা চা-চামচ।

প্রণালি

বেগুন ১ সেন্টিমিটার পুরু ও গোল টুকরা কেটে ১ চা-চামচ লবণ মেখে ৩০ মিনিট রেখে দিন। বেগুন ভালো করে ধুয়ে ঝাঁজরিতে পানি ঝরিয়ে নিন। এবার বেগুনে হলুদগুঁড়া, সিকি চা-চামচ মরিচগুঁড়া ও আধা চা-চামচ লবণ মেখে ২-৩ ঘণ্টা রেখে দিন। পুনরায় বেগুনের পানি ঝরিয়ে নিন।

একটি শুকনা পাত্রে ময়দা নিয়ে তাতে বাকি মরিচগুঁড়া ও আধা চা-চামচ লবণ মিশিয়ে নিন। ফ্রাইপ্যান গরম করে প্রতিবার দুই টেবিল চামচ করে তেল দিয়ে বেগুন ময়দার মিশ্রণে গড়িয়ে নেড়ে নিন। অতিরিক্ত ময়দা সরিয়ে কয়েক টুকরা বেগুন তেলে ভেজে নিন। একপাশ ভাজা হলে উল্টে দিন। মাঝারি আঁচে ভাজুন। এভাবে একই নিয়মে সব কটি বেগুন লালচে করে ভেজে পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। ঠান্ডা হতে দিন। দই মসৃণ করে ফেটে তাতে গোলমরিচগুঁড়া, রসুনবাটা, বাকি লবণ, চিনি ও পুদিনাপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই দইয়ের মিশ্রণ বেগুনের ওপর ঢেলে দিন। চুলায় অন্য একটি ফ্রাইপ্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে শুকনা মরিচ ভেজে বেগুন ও দইয়ের ওপরে ঢেলে দিন। ওপর থেকে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com