চালু হওয়ার মাত্র এক যুগেই বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতি প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে এবং মানুষ ইতোমধ্যে এর অধীনে বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পেতে শুরু করেছে।
বর্তমানে বাংলাদেশে পরিবহন, পানি, স্বাস্থ্য, আইটি ও বন্দরের মতো বিভিন্ন খাতে বিস্তৃত ৮০টি প্রকল্পের একটি শক্তিশালী পাইপলাইন রয়েছে, যার আনুমানিক বিনিয়োগ মূল্য ৪২.০২ বিলিয়ন মার্কিন ডলার। এসব প্রকল্পের মধ্যে কিছু প্রকল্প ইতোমধ্যে চালু আছে, কিছু আংশিকভাবে চালু আছে, কিছু বাস্তাবয়নাধীন, বেশ কয়েকটি প্রকল্প প্রকিউরমেন্ট পর্যায়ে রয়েছে এবং কয়েকটি সম্ভাব্যতা সমীক্ষার অধীনে রয়েছে।
বাসসের সাথে আলাপকালে পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান বলেন, বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (এনআইকেডিইউ) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (সিএমসিএইচ) অধীনে একটি পিপিপি প্রকল্পের হেমোডায়ালাইসিস সেন্টারের দুটি ইউনিট রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিডনি রোগীদের ডায়ালাইসিস পরিষেবা প্রদান করছে, যা ইতিমধ্যে অনেকের নজর কেড়েছে। তিনি উল্লেখ করেন, পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পূর্বাচল পানি সরবরাহ নামে দুটি প্রকল্প আংশিকভাবে চলছে। এসব প্রকল্প ইতোমধ্যে দেশের অবকাঠামো ও পরিষেবায় ইতিবাচক প্রভাব ফেলেছে।বিস্তারিত