পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার মোড়ের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। দূরত্ব কম হলেও ওই সড়কের গাড়ি যেন চলেই না। বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত আসতে ঘণ্টার বেশি সময় পার করতে হয়। বেলা ১১টার কাছাকাছি সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাসে উঠে দুপুর ১টা ১০ মিনিটে নেমেছেন গুলিস্তানে। এর মধ্যে বাহাদুর শাহ পার্ক থেকে রায়েসাহেব বাজার মোড় পর্যন্ত আসতে ১ ঘণ্টা পার হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গুলিস্তানে কাপড়ের দোকান থাকায় নিয়মিত এ পথে তার যাতায়াত করতে হয়। বাসা থেকে দোকানে আসা-যাওয়ায় অনেক সময় নষ্ট হয়ে যায়। শুধু আজকে নয়, নিত্যদিনই যানজটের কবলে পড়তে হয় তাকে। এ সড়কে যানজটের কারণ হিসেবে তিনি বলেন, জেলা ও দায়রা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। একই সঙ্গে সড়কটির দুই পাশে অবৈধভাবে এসব প্রতিষ্ঠানের গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছে ভাসমান দোকান। এ সড়কটি পার হতে বাসে যেমন ভোগান্তি, হেঁটে গেলেও নিস্তার নেই বলে জানান এ ভুক্তভোগী।বিস্তারিত