1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাজা সংকটসহ বৈশ্বিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন ‘বোর্ড অব পিস’ উদ্যোগে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, দুজনের বাতিল বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারিতে জামায়াত সমর্থকের কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবাকে ধর্ষণ চানখারপুল হত্যাকাণ্ড মামলায় রায় ঘোষণা মঙ্গলবার নারী শিক্ষায় বাংলাদেশী নীতি নাইজেরিয়ায় অনুসরণ নির্বাচন কমিশন আপিল শুনানি সম্পন্ন, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ বাড়ানোর সিদ্ধান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি অধ্যাদেশ চূড়ান্ত করার দাবিতে শিক্ষার্থীদের চারদিনের কর্মসূচি চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা শবে বরাতের তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

নৌকায় আঘাত হানবেন যত স্বতন্ত্র প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে গোপালগঞ্জ-১ লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের আসন বলেই পরিচিত হয়ে আসছে। অবশ্য কোনো নেতার ক্যারিশমাটিক ব্যক্তিত্ব বা জনপ্রিয়তার কারণে নয়, নেহাত আঞ্চলিকতার মাপকাঠিতে এটি আওয়ামী লীগ অধ্যুষিত আসন বলে বিবেচিত। ১৯৫১ সালে মুকসুদপুরের বেজড়া গ্রামে জন্ম নেওয়া ও ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মুহাম্মদ ফারুক খান ১৯৯৫ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পরপরই আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে নৌকার প্রার্থীরূপে বিজয়ী হন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক হওয়া ফারুক খান ধাপে ধাপে সংসদে বিরোধীদলীয় হুইপ থেকে সরকারের মন্ত্রীও হন। বর্তমানে দলের প্রেসিডিয়াম সদস্য পদে আসীন থাকা এ সাবেক মন্ত্রী যথারীতি নৌকার প্রার্থী হলেও তাঁর গলার কাঁটা হয়ে বিঁধছেন স্বতন্ত্র প্রার্থী মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া। এই কাবির মিয়ার প্রার্থিতা বাতিলের খবরে কর্নেল ফারুক খানের সমর্থককুলের মাঝে স্বস্তি ফিরে আসছিল। কিন্তু ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ায় নৌকার অনুসারীদের মাঝে আবারও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন কাবির মিয়া। তিনি উপজেলা পরিষদের নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া ৭ জানুযারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এতটাই আলোড়ন তুলেছেন যে, আওয়ামী লীগের পাঁচবারের সংসদ সদস্য কর্নেল ফারুক খানের ভাগ্য নিয়ে রীতিমতো সমর্থকরাই সংশয়ে। সংশয়ের মাত্রাটা এতটাই প্রকট হয়ে উঠেছে যে, ফারুক খানের মেয়ে সামাজিক মাধ্যম ফেসবুক-ইউটিউব লাইভে এসে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোটপ্রার্থনা করছেন। বাবার পক্ষে মেয়ের এবারই প্রথম ভোট চাওয়ার বিষয়টিও দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে। ফারুক খান নৌকার প্রতীক নিয়ে লড়লেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন। তরুণ ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয় কাবির মিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান হওয়াটা ছিল রীতিমতো বিস্ময়ের। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়াকে নিয়ে আলোচনাটাও তাই তুঙ্গে। স্বতন্ত্র প্রার্থী শুধু কাবির মিয়া নন, নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই বিভিন্ন আসনে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com