1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সমাপনী কর্মসূচিতে তারেক রহমানের বক্তব্যে দুর্নীতি দমন ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর খাদ্যে রাসায়নিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫৬১ টাইফয়েড টিকা অভিযানে দেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুর সুরক্ষা নির্বাচনের আগের রাতে সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে আসছে অগ্রগতি এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব মোস্তাফিজের সফল অভিষেকেও দুবাই ক্যাপিটালসের পরাজয়

জুমের নতুন ফিচার ক্লিপস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও কল সার্ভিস জুমে এসেছে নতুন ফিচার ক্লিপস। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে স্বল্পদৈর্ঘ্যরে ভিডিও রেকর্ড, সম্পাদনা কিংবা শেয়ার করতে পারবে। ভিডিওগুলোর লিংক জুম ছাড়া অন্যান্য মাধ্যমেও শেয়ারের সুযোগ থাকছে। জুম ক্লিপসে রেকর্ড করা ভিডিও যেকোনো কোম্পানির দলগত কাজ আরো সহজ করে তুলবে।

জুম ক্লিপসের মাধ্যমে ভিডিও ও স্ক্রিন রেকর্ড করা যাবে এবং অন্যদের সঙ্গে সেগুলো অনুমতিসাপেক্ষে দেখা যাবে। ভিডিওগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সেখানে দলের অন্য সদস্যরা চাইলে মন্তব্যও করতে পারবেন। ভিডিওতে কতগুলো ভিউ হয়েছে, তার হিসাব পাবেন যিনি ভিডিও শেয়ার করেছেন।

এর বাইরে জুম ক্লিপস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সহকর্মীরা প্রতিদিন প্রজেক্টের তথ্য সরবরাহ করতে পারেন। নতুন কর্মীদের সহজেই মানিয়ে নিতে রেকর্ড করা ভিডিওগুলো নির্দেশিকার মতো কাজ করে। কর্মক্ষেত্রে কর্মীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে জুম নতুন ফিচারটি চালু করে। ক্লিপস ছাড়াও জুমের চ্যাট অপশনে থাকা অন্য ফিচারগুলো হচ্ছে ভিডিও বার্তা, ভয়েস মেসেজ, রিমাইন্ডারস, জুম মিটিংয়ের চ্যাট অপশন, জুম শিডিউলার, জুম মেইল ও জুম হোয়াইট বোর্ড।

দরদাম : জুম ওয়ানে অর্থ দিয়ে যারা গ্রাহক হয়েছেন, তাদের আলাদা করে আর টাকা দিতে হবে না। সব ধরনের গ্রাহকই জুম ক্লিপস ব্যবহার করতে পারবেন। সাধারণ গ্রাহকরা ২ মিনিটের সর্বোচ্চ ৫টি ভিডিও রেকর্ড করতে পারবেন। এর বেশি করতে হলে প্রতি মাসে বাড়তি ৭৬৮ টাকা খরচ করতে হবে। তবে যাদের জুম ইউনাইটেড লাইসেন্স আছে, তারা জুম ক্লিপস ব্যবহার করতে পারবেন না।

ক্লিপসের মূল ফিচার রেকর্ড : জুমের ওয়েব পোর্টাল, কম্পিউটার মেনু বা টাস্কবার ও সরাসরি জুম অ্যাপ থেকে সহজে ভিডিও রেকর্ড করা যাবে। একই সঙ্গে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি কম্পিউটারের ক্যামেরা চালু করে নিজের কথা রেকর্ড করা যাবে। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যোগ এবং আশপাশের উটকো শব্দ বাদ দেওয়া যাবে।

এডিট : সহজে খুঁজে পাওয়ার জন্য ভিডিওর নাম, বর্ণনা ও ট্যাগ পরিবর্তন করা যাবে। অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া। ভিডিওর জন্য থাম্বনেইল ছবি যোগ করার সুযোগ থাকছে।

শেয়ার : ভিডিও কারা দেখতে পারবেন, তা আগে থেকে ঠিক করে নেওয়া যাবে। জুম ও জুমের বাইরে লিংক শেয়ারের ব্যবস্থা। ভিডিও বিশ্লেষণ ও মন্তব্যের সুবিধা।

যুক্ত থাকতে : ভিডিওতে মন্তব্য অথবা রিঅ্যাকশন দেওয়ার ব্যবস্থা। কনটেন্ট লাইব্রেরিতে সহজ ও নিরাপদে ভিডিও শেয়ার, নাম পরিবর্তন, ডাউনলোড কিংবা মুছে ফেলা যাবে। নাম ও ট্যাগ অনুযায়ী নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার ব্যবস্থা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com