‘স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’ এ প্রবাদ পুরনো। প্রেম স্বর্গীয় বটে, তবে শোবিজ তারকাদের গোপন প্রেম-বিয়ে সন্তান এ প্রবাদকে মিথ্যা করে দেয়। এ ধরনের গোপন সম্পর্কের ইতিহাস মিডিয়াপাড়ায় অহরহ ঘটে। সম্প্রতি ফাঁস হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পপির গোপন প্রেম, বিয়ে ও সন্তানের কথা। ঢাকাই শোবিজ জগতের তারকাদের গোপন প্রেম বিয়ের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
পপির গোপন বিয়ে-সন্তানের গুঞ্জন
তিন বছরের বেশি সময় ধরে খোঁজ নেই নায়িকা পপির। তবে চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। কিছুদিন পরপরই তিনি বিয়ে সংক্রান্ত খবরের শিরোনাম হন। এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। কয়েক মাস বিরতির পর মঙ্গলবার আবারও খবরের শিরোনাম হলেন তিনি। এবার বলা হচ্ছে- পপির স্বামী জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সন্তানের নাম আয়াত। অভিনয় জীবনের শুরুতে নব্বই দশকে শাকিল খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল যখন, তখনো আত্মগোপনে ছিলেন তিনি। প্রায় তিন বছরের বেশি সময় ধরে হন্যে হয়ে তাঁকে খুঁজছেন তাঁর প্রযোজকরা। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না এ খবর। তবে এর মধ্যে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। পপির পারিবারিক একটি সূত্র জানায়, নায়িকা তাঁর সন্তানের নাম রেখেছেন আয়াত। পপির স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা তিনি। সূত্রটি এও জানায়, বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন পপি। এর আগে তিনি বারিধারা ও উত্তরায় ছিলেন। তবে বাসার ঠিকানা কাউকে জানাননি। এরপর ঠিকানা জেনে গেলে দ্রুত ওই এলাকার বাসা ছেড়ে দেন।বিস্তারিত