স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর প্রযোজক হিসেবে আজো ইতিহাস হয়ে আছেন প্রখ্যাত চলচ্চিত্রকার মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। প্রযোজক, পরিচালক ও অভিনেতা, সংগঠক এক কথায় সব ক্ষেত্রেই সফল তিনি। অন্যদিকে ছবিটি পরিচালনা করেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। ছবিটির নেপথ্যের যত গল্প তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
ছিল চ্যালেঞ্জ
১৯৭২ সাল। সদ্য স্বাধীন দেশ বাংলাদেশে তখন সমস্যার অন্ত নেই। পাকিস্তানিদের সঙ্গে নয় মাস লড়াইয়ের দগদগে ক্ষত দেশের প্রতিটি ক্ষেত্রে। যুদ্ধের বিভীষিকা থেকে তখনো মুক্তির অপেক্ষায় থাকা জনগণের অনেকের পেটে ভাতই নেই। এরকম সময়ে সিনেমা? বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তাও আবার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই? সেই সাহসটাই দেখিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা এবং প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। বিজয় অর্জনের এক সপ্তাহের মধ্যেই তারা নেমে পড়েন ‘ওরা ১১ জন’ নির্মাণের কাজে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা কালোত্তীর্ণ এই সিনেমার কারণেই চিরদিন অমর হয়ে থাকবেন একুশে পদকজয়ী এই নির্মাতা চাষী নজরুল ও প্রযোজক মাসুদ পারভেজ। স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ মুক্তি পায় ১৯৭২ সালের ১১ আগস্ট। ১৯৭২ সালে ছবিটি নির্মাণে আনুমানিক ৫ লাখ টাকা ব্যয় হয়েছিল। নিবেদনে ছিল জাগ্রত কথাচিত্র আর পরিবেশনায় স্টার ফিল্ম ডিস্ট্রিবিউটরস। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই উঠে আসে নির্মাণ ব্যয়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আজও কালজয়ী হয়ে আছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।বিস্তারিত