1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের রায়ে ইলন মাস্কের সম্পদ ৭৪৯ বিলিয়ন ডলারে, শীর্ষ ধনীর অবস্থান আরও সুদৃঢ় হায়দরাবাদে সিনেমার গান উন্মোচন অনুষ্ঠানে অভিনেত্রী নিধি আগারওয়ালের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত শুরু ২০২৬ সালের এসএসসি পরীক্ষা এপ্রিল–মে মাসে হওয়ার সম্ভাবনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতের প্রেস নোট সম্পূর্ণ প্রত্যাখ্যান করল বাংলাদেশ, কূটনৈতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন আগামী বছর ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হচ্ছে করদাতাদের ব্যাংকিং তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান শুরু দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষায় ঐক্যের আহ্বান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির সমাধি সংক্রান্ত ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ

ছাড়ে খুশি নয় জাপা ও শরিকরা নৌকা প্রত্যাহার হলেও মাঠ ছাড়বে না স্বতন্ত্র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসন ছাড়ে খুশি নয় বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ও ১৪-দলীয় জোট শরিকরা। এ বছর জাতীয় পার্টিকে ২৬ এবং জোট শরিকদের গতকাল পর্যন্ত সাতটি আসন ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়ে কেউ খুশি নয়। জাতীয় পার্টি চায় আরও আসন। ১৪-দলীয় জোট শরিকরা চায় আসন বেশির পাশাপাশি আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন, দল থেকে চাপ প্রয়োগ করে তাদের প্রার্থিতা প্রত্যাহার। এদিকে আওয়ামী লীগ নির্বাচনি কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের বসাতে চায় না। সে কারণে নৌকায় চড়ার টিকিট পেলেও স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকায় ‘নৌকা ঘাটে ভেড়ানোর সংশয়ে’ ভুগছেন তারা। জাতীয় পার্টির একাধিক নেতা ও জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এমন মনোভাব পাওয়া গেছে। একাদশ সংসদ নির্বাচনে শরিকদের ১৬টি আসনে ছাড় দেওয়া হলেও এবার তা কমিয়ে সাত করা হয়েছে। নৌকায় চড়ে এমপি হয়ে বর্তমান সংসদে প্রতিনিধিত্ব করা বিকল্পধারা ও তরিকত ফেডারেশনকে ছাড় দেয়নি ক্ষমতাসীন দল। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ আসনের এমপি। শুক্রবার সংবাদ সম্মেলনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান দাবি করেছিলেন তাঁকেই নৌকা দেওয়া হবে। এ আসনে নৌকা পেতে চান তিন মাস আগে নিবন্ধন পাওয়া সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ। প্রায় আধা ঘণ্টা কথা বলেছেন তাঁরা। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজ (গতকাল) মহান বিজয় দিবস। শুভেচ্ছা বিনিময় করেছি। এ ছাড়া নির্বাচন বিষয়ে কিছু কথা হয়েছে।’ জানা গেছে, ছেড়ে দেওয়া সাত আসনের মধ্যে রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদকে তিনটি করে এবং জাতীয় পার্টি-জেপিকে  একটি। শেষ পর্যন্ত তরিকত ফেডারেশনকেও ছেড়ে দেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে প্রথমে বরিশাল-৩ আসন ছেড়ে দেওয়া হয়। পরে তাঁর আসন পরিবর্তন করে বরিশাল-২ দেওয়া হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, দলের নেতা রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ দেওয়া হয়েছে। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ আসনে এবার ছাড় পাচ্ছেন না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com