আসন্ন সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালনের ডাক দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। একই দাবিতে চলমান কর্মসূচিতে ‘ভিন্নতা’ এনে আন্দোলন অব্যাহত রাখবে বিরোধী দলগুলো। রাজপথের আন্দোলনে ‘শক্ত প্রতিরোধ’ গড়ে তোলার পাশাপাশি নির্বাচনকে ‘ভোটারবিহীন’ করতে নিয়েছে নানা উদ্যোগ।
দলীয় সূত্র জানায়, সাধারণ মানুষের কাছে নির্বাচনকে ‘তামাশা ও অর্থহীন’ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটি। ভোটদানে নিরুৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভিন্ন কৌশলে ব্যাপক কার্যক্রম চালাবেন দলটির সর্বস্তরের নেতাকর্মী। রাজপথে আন্দোলনকে আরও জোরদার করতে জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বাম ঘরানার দলকেও ঐক্যবদ্ধভাবে একই কর্মসূচি পালন করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করবে তারা। সেখান থেকে অবরোধের মতো নতুন কর্মসূচি দিতে পারে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, একাত্তরের চেয়েও ভয়াবহ একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি। এখানে দেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী ডামি, আওয়ামী স্বতন্ত্র, আওয়ামী নৌকা, মনোনীত নৌকা, অনুমতিক্রমে স্বতন্ত্র, বিদ্রোহী নৌকা আওয়ামী জোট, আওয়ামী পার্টির এক অদ্ভুত বা কিম্ভূতকিমাকার নির্বাচনের আয়োজন চলছে। এক ক্লাবের খেলা চলছে। খেলোয়াড়ও একই দলের। যেটা লাউ, সেটাই কদু। নিজেরাই নিজেদের বিরোধী দল। এই নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না। তিনি জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।
বিএনপিসহ নিবন্ধিত-অনিবন্ধিত প্রায় ৬৩টি রাজনৈতিক দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এসব দল। ‘একতরফা’ নির্বাচনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ও নির্বাচনবিরোধী প্রচারণা চালাচ্ছে তারা। অন্যদিকে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে। গতকাল সোমবার নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে অংশ নেওয়া মিত্র জাতীয় পার্টি ও শরিক ১৪ দলের সঙ্গে আসন সমঝোতাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বিস্তারিত