1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮০ জনে দাঁড়িয়েছে।

রোববার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা ৫৭৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। গতকাল শনাক্ত ছিল ১৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২শতাংশ। আগের দিন শনিবার এ হার ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৪৮০ জনের প্রাণ কেড়ে নিয়েছে নভেল করোনাভাইরাস।

অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরো ১৮ জন কভিড রোগী। তাদের নিয়ে ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন সেরে উঠলেন।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com