1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গণভোটে ‘হ্যাঁ’ প্রদানে আগ্রহ দেখানোর আহ্বান উপদেষ্টার ইইউ নির্বাচনী পর্যবেক্ষকরা মাঠে নামলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর সূচিত লালমনিরহাটের ইউএনও ‘আপু’ সম্বোধনে ক্ষিপ্ত হওয়ার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাসহ আশপাশ এলাকায় আংশিক মেঘলা আকাশ, শীত অপরিবর্তিত থাকবে নতুন সরকারি বেতনকাঠামো চূড়ান্ত, আংশিক বাস্তবায়ন হতে পারে জানুয়ারিতে আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের চট্টগ্রামে জুলাই আন্দোলনের দুই কর্মীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় এলডিপির নিন্দা আসন্ন গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রচারণা, চারটি প্রস্তাবে ভোট গ্রহণ এলডিসি উত্তরণ পর্যালোচনায় জাতিসংঘের ঢাকা সফর স্থগিত, প্রতিবেদন পাঠানোর আশা

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

আজ ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমনপীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান। জনতার রুদ্ররোষ এবং গণঅভ্যুত্থানের জোয়ারে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়। পতন ঘটে আইয়ুবের স্বৈরতন্ত্রের। অপশাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে তাই উনসত্তরের গণঅভ্যুত্থান আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে।

দিবসটি পালন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাহান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও উনসত্তরের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।’

আওয়ামী লীগের কর্মসূচি
ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহিদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com