রুপালি পর্দায় এসেছিলেন তারা। প্রথম ছবিতেই অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন। এরপর কেউ প্রেম-বিয়ে করে চলচ্চিত্র ছেড়েছেন, কেউবা অভিনয়ের প্রতি মনোযোগী না হওয়ায় দর্শক আনুকূল্য হারিয়ে ছিটকে পড়েছেন চলচ্চিত্র জগৎ থেকে। এমনই কয়েকজন নায়িকার কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
জেবা
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়ের আয়না’ সিনেমায় নায়ক রিয়াজের সঙ্গে জুটি বাঁধেন জেবা নামের মেয়েটি। ছ্িবতে তার চরিত্রের নাম ছিল আয়না। মিষ্টি প্রেমের ওই সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছিলেন জেবা। ওই এক সিনেমা করেই হারিয়ে যান এ সম্ভাবনাময়ী নায়িকা। জানা গেছে, এক প্রবাসীকে বিয়ে করে প্রবাসজীবন বেছে নেন। তবে অনেক বছর পর দেশে ফিরে একটি ছবিতে কাজ করলেও আগের মতো আর সাড়া জাগাতে পারেননি জেবা।
রাভিনা
নায়ক রিয়াজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হয় সিনেমাটিকে। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ব্লকবাস্টার ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন ভারত থেকে আনা নবাগত রাভিনা। পরবর্তীতে রিয়াজের সঙ্গে আরও একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু সেটি ফ্লপ হয়। এরপর আর দেখা মেলেনি রাভিনার। এ নায়িকাকে এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি।বিস্তারিত