1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

যেভাবে সত্যজিতের ‘নায়ক’ উত্তম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

উত্তম কুমার টলিউডের মহানায়ক। আর সত্যজিৎ রায় সর্বকালের সেরা পরিচালক। এ দুই কিংবদন্তি একসঙ্গে কাজ করেছিলেন মাত্র দুবার।  ‘নায়ক’ ছবিতে সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়েছিলেন। নায়ক ছবির গল্পটা সত্যজিৎ রায় ভেবেছিলেন উত্তমের কথা মাথায় রেখেই। উত্তম-সত্যজিৎ জুটির সাত সতের তুলে ধরেছেন-আলাউদ্দীন মাজিদ

 

সাড়ে চুয়াত্তর দেখলেন সত্যজিৎ

 

সত্যজিৎ রায় তখনো ছবি বানাতে শুরু করেননি, তার আগেই উত্তম টলিউডে নিজের জায়গা করে ফেলেছিলেন। সত্যজিৎ রায় লোকমুখে শুনেছিলেন টলিউডে এক নতুন তারকা এসেছে। ভবিষ্যতে এ ছেলেটিই সেরা অভিনেতা হবে। এ কথা শুনে সত্যজিৎ রায়ের মনে উৎসাহ জাগে। তিনি উত্তম কুমার-সুচিত্রা সেন অভিনীত ছবি ‘সাড়ে চুয়াত্তর’ দেখতে যান। এবং ছবি দেখেই উত্তমকে মনে ধরে যায় সত্যজিতের। সত্যজিৎ এর পর তিন তিনটি উত্তমের ছবি দেখে ফেলেন। তার মনে হয়েছিল বাংলার অন্য অভিনেতা থেকে এ ছেলে একেবারে আলাদা।

ক্যামেরাকে যেন এ ছেলে চোখেই দেখে না। নিজের ছন্দে সাবলীলভাবে অভিনয় করে চলে। তখনই সত্যজিৎ ভাবেন উত্তমকে নিয়ে ছবি করার কথা। সত্যজিৎ রায় বলেছিলেন, ‘নায়ক’-এর গল্প আমি ভাবি উত্তমকে দেখেই। নায়কের গল্প শুনেই উত্তম রাজি হয়ে গিয়েছিলেন অভিনয় করতে। আর সেই জন্যই ‘নায়ক’ উত্তমের জীবনের সেরা একটি ছবি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com