1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গণভোটে ‘হ্যাঁ’ প্রদানে আগ্রহ দেখানোর আহ্বান উপদেষ্টার ইইউ নির্বাচনী পর্যবেক্ষকরা মাঠে নামলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর সূচিত লালমনিরহাটের ইউএনও ‘আপু’ সম্বোধনে ক্ষিপ্ত হওয়ার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাসহ আশপাশ এলাকায় আংশিক মেঘলা আকাশ, শীত অপরিবর্তিত থাকবে নতুন সরকারি বেতনকাঠামো চূড়ান্ত, আংশিক বাস্তবায়ন হতে পারে জানুয়ারিতে আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের চট্টগ্রামে জুলাই আন্দোলনের দুই কর্মীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় এলডিপির নিন্দা আসন্ন গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রচারণা, চারটি প্রস্তাবে ভোট গ্রহণ এলডিসি উত্তরণ পর্যালোচনায় জাতিসংঘের ঢাকা সফর স্থগিত, প্রতিবেদন পাঠানোর আশা

শুরু হলো ভাষার মাস, বিকালে বই মেলার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— অমর সংগীতের সেই ফেব্রুয়ারি মাস তথা ভাষা আন্দোলনের মাস শুরু হলো আজ থেকে।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকরা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে। সে স্মৃতি বাঙালি জাতির কাছে আজও চির অম্লান। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা।

এই ভাষা আন্দোলনের পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

ফেব্রুয়ারি মাস শোকাবহ হলেও এর আছে গৌরবোজ্জ্বল দিকও। কারণ, এ মাসে পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন।

ফেব্রুয়ারি এলেই ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমি মাসব্যাপী আয়োজন করে বইমেলার। বইমেলা বাঙালির প্রাণের মেলা। বইমেলা এলেই পাঠক-লেখক আর প্রকাশকদের নিয়ে তৈরি হয় অন্যরকম এক অনুভূতির জায়গা। সরগরম থাকে মেলা প্রাঙ্গণ।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী অমর একুশে গ্রস্থমেলা শুরু হচ্ছে। এদিন বাংলা একাডেমিতে বিকাল ৩টায় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থমূল্যের চেক তুলে দেবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট অর্থাৎ মোট ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন থাকবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com