1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ইসি পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৩ ইসির সামনে তিন চ্যালেঞ্জ মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র্য ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল. কাটছেই না রাজনৈতিক সংকট ♦ জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা ব্যর্থ ♦ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে ♦ অবস্থান থেকে সরেনি দলগুলো বেপরোয়া মাদকচক্র : আসছে ১৮ জেলার ১০৫ পয়েন্ট দিয়ে দখলের কবলে ফ্লাইওভার ► হানিফ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে রাখা হয় বাস ► কাভার্ড ভ্যানের দখলে কুড়িল ফ্লাইওভারের নিচের জায়গা ► ভ্রাম্যমাণ দোকানে দখল খিলগাঁও ফ্লাইওভারও

চলন্ত ট্রেনে নারীর ভিডিও, যুবকের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ১৩২ বার দেখা হয়েছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;
চলন্ত ট্রেনে নারীর ভিডিও করার সময় ধরা পড়ে হাজতে গেলেন সুজন ঋষি (২৫) নামে এক যুবক। গতকাল সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেনে ঘটনাটি ঘটে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম শরীফুল হক।

জানা গেছে, গতকাল সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী ট্রেনে সফর করছিলেন এক নারী। ঋষিও একই ট্রেনে সফর করছিলেন। তবে তিনি টিকিট না কেটে ট্রেনের বগির দরজার পাশে দাঁড়িয়ে যাচ্ছিলেন। ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রেনের টয়লেটে যান। এ সময় তার ভিডিও করেন সুজন ঋষি। ওই নারী বিষয়টি ট্রেনের অন্যান্য যাত্রীদের জানান। পরে তারা ঋষিকে ধরে মারধর করেন।

এরপর ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতিতে থামলে ঋষিকে পুলিশের কাছে সোপর্দ করেন যাত্রীরা। পুলিশ তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে গেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম শরীফুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তবে নিজের উপর আনীত অভিযোগ অস্বীকার করেছেন সুজন ঋষি। পড়ালেখা জানেন না জানিয়ে তিনি বলেন, ‘মোবাইল ফোন সম্পর্কে কিছু বুঝি না। সময় কাটানোর জন্য ভিডিও দেখছিলাম। কখন ভিডিও হয়েছে তা জানি না।’

উপজেলা সহকারী কমিশনার একে এম শরীফুল হক বলেন, ঋষি আখাউড়া উপজেলার কৌড়াতুলি গ্রামের বাসিন্দা। তিনি একটি সেলুনে কাজ করেন। তার বাবার নাম সনাতন। ওই নারীর লিখিত অভিযোগ ও মোবাইলে ধারণকৃত ভিডিও এবং স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তিনি দোষী সাব্যস্ত হন। তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com