ইউটিউব চ্যানেল খুলে এখন অনেকেই অর্থ আয় করেন। এমনকি অনেক নির্মাতা রীতিমতো তারকাও বনে গেছেন। অনেকেই ইউটিউব থেকে আয় করার জন্য একাধিক ভিডিও প্রকাশ করেন। তবে এখনো মনিটাইজেশন বা অর্থ আয়ের সুযোগ চালু করতে পারেননি। আবার অনেক চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু হলেও বিভিন্ন নীতি না মানার ফলে এটি বন্ধ করে দেওয়া হয়। ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের খুঁটিনাটি এবং অর্থ আয় করার সুযোগ বন্ধের কারণ সম্পর্কে তথ্য থাকছে এ প্রতিবেদনে।
ইউটিউবে চ্যানেল খোলার পর মনিটাইজেশন–সুবিধা পেতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ইউপিপি) অংশ নিতে হয়। দুটি পদ্ধতিতে এতে অংশ নেওয়ার সুযোগ থাকে। প্রথমত, গ্রাহক বা সাবস্ক্রাইবার সংখ্যা। দ্বিতীয়ত, কত ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা হয়েছে (ওয়াচটাইম)।
অবশ্য কর্মসূচিতে অংশ নিতে সবার আগে খেয়াল রাখতে হবে বসবাসরত দেশে এ কর্মসূচি চালু রয়েছে কি না। বাংলাদেশে এ কর্মসূচি চালু রয়েছে। যেসব দেশে এ কর্মসূচি চালু রয়েছে, তার তালিকা দেখা যাবে এই ওয়েব ঠিকানায়।
এবার জেনে নেওয়া যাক গ্রাহকসংখ্যা ও ওয়াচটাইম সম্পর্কে। ২০২৩ সালে ন্যূনতম গ্রাহকের সংখ্যা ১ হাজার থেকে কমিয়ে ৫০০ করে ইউটিউব। পাশাপাশি ইউটিউব ভিডিওতে বিগত এক বছরে ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হয় অথবা বিগত ৯০ দিনে ইউটিউব শর্টস ভিডিওতে ৩০ লাখ ভিউ থাকতে হয়। এ ছাড়া গত ৯০ দিনে অবশ্যই ন্যূনতম ৩টি ভিডিও প্রকাশ করার শর্ত রয়েছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলের সঙ্গে গুগলের অ্যাডসেন্স অ্যাকউন্ট যুক্ত থাকতে হবে।বিস্তারিত