1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গাড়িতে অযাচিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

গাড়িতে অযাচিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১ মে) সকালে এ অভিযান চালায় ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের পুলিশ সদস্যরা।

জানা গেছে, বিভিন্ন ধরনের গাড়িতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও বিভিন্ন পেশার স্টিকার বিধি-বহির্ভূতভাবে ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করছিল যানবাহনের কিছু চালক। এ অপরাধের রাশ টানতে ডিএমপির সব অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

সেই মোতাবেক ট্রাফিক ওয়ারী বিভাগের অধীন ঢাকার অন্যতম প্রবেশমুখ ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম। ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্যদেরকে তিনটি টিমে ভাগ করে অভিযান পরিচালনা করা হয়।

প্রথম টিমের ইনচার্জ হিসেবে পুলিশের স্টিকার ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ট্রাফিক ওয়ারী বিভাগের এডিসি সুলতানা ইশরাত জাহান। দ্বিতীয় টিমে অন্য সব গাড়ির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন এসি (ডেমরা জোন) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। তৃতীয় টিমে বিভিন্ন স্টিকার ব্যবহারকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল।

সমগ্র অভিযানে প্রায় ৫০টি গাড়ির স্টিকার ব্যবহারের বৈধতা যাচাই-বাছাই করা হয়। ২৫টি গাড়ি সার্বিক বিবেচনা সঠিক থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫টি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আইনি ব্যবস্থা নেওয়া ২৫টি গাড়ির মধ্যে ২টি গাড়িকে আটক করা হয় এবং ২৩টি গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।

উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমাম জানান, অবৈধ স্টিকারে বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com