উপজেলা নির্বাচন ঘিরে গৃহদাহ বাড়ছে আওয়ামী লীগে। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসন না হলেও নতুন করে ভাবাচ্ছে দলের উপজেলার কোন্দল। উপজেলা নির্বাচন ঘিরে দলের মাঠপর্যায়ে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি প্রতিদিনই একাধিক উপজেলায় নিজেদের ভিতরে সংঘাত-সহিংসতা হচ্ছে। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। যে কারণে বিভক্ত হয়ে পড়ছে মাঠের নেতারা।
ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ নিচ্ছে না। তবে এ দলের কিছু নেতা-কর্মী অংশ নিচ্ছে। অধিকাংশ স্থানেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরাও এ নির্বাচনে অংশ নিচ্ছে না। যে কারণে প্রতিযোগিতা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগেই হচ্ছে। এ ছাড়াও অনেক উপজেলায় দলের এমপিরা প্রার্থী ঠিক করে দিচ্ছেন। কেউ কেউ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ অন্য কাউকে সমর্থন দিচ্ছেন। এসব নিয়েও দ্বন্দ্ব বাড়ছে।বিস্তারিত