1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ভারতের বিমানবাহী রণতরীতে আগুন, কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ১০৩ বার দেখা হয়েছে

ভারতের বিমানবাহী রণতরীতে আগুন লেগেছে। এতে এক নৌ-বাহিনীর কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পার্সটুডের

স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় এটি ভারতীয় কারওয়ার বন্দরে ঢুকছিল। আগুন নেভানোর কাজে তৎপর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লে. কমোডর ডিএস চৌহান।
আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে জ্ঞান হারান চৌহান। কারওয়ারে অবস্থিত ভারতীয় নৌ-বাহিনীর হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফরাসি নৌ-বাহিনীর সঙ্গে আগামী মাসের এক তারিখে মহড়ায় যোগ দেয়ার কথা ছিল ভারতীয় বিমানবাহী রণতরীর। অগ্নিকাণ্ডের ঘটনার পর তা বাতিল করা হয়েছে।

১৬০০ ব্যক্তি বহনে সক্ষম ভারতীয় বিমানবাহী রণতরীতে ২২টি ডেক রয়েছে। এটি আট হাজার টন জ্বালানি ধারণ করতে এবং একবারে ৭০০০ নটিক্যাল মাইল বা ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com