ক্রীড়া ডেস্ক
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেই সঙ্গে তিন কর্মকর্তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
তাদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ৩ বছর ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি মুর্শেদীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা ও নিষিদ্ধের পাশাপাশি সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।