আস্থার প্রতিদান দিতে পারলেন না লিটন দাস। কেশভ মহারাজের পাতা ফাঁদে পা দিয়ে ফিরলেন তিনি। তাতে পাওয়ার প্লে শেষ হতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এক ওভার পর সেই চাপ আরো বাড়িয়ে দিয়ে ফেরেন সাকিবও।
পাওয়ার প্লেতে বাংলাদেশের আক্ষেপের নাম তানজিদ তামিম। তার উইকেটটা না হারালে বেশ স্বাভাবিকভাবেই পাড়ি দেয় টাইগাররা৷ ১ উইকেট হারিয়ে ২৯ রান আসে এই সময়ে৷ তামিমকে দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরান রাবাদা। ৯ বলে ৯ রান করেন তামিম।
তবে পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে আসেন কেশভ মহারাজা। তাকে দেখে প্রথম বলেই মারতে গিয়ে ক্যাচ দেন লিটন, ফেরেন ১৩ বলে ৯ রান করে। পরের ওভারে নর্টজেকেও উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন সাকিব। ৩ রানেই শেষ হয় তার ইনিংস। ৯ ওভার ৫ বলে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মাঠে আছেন তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ।