জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দেওয়ান বেদারুল ইসলামের কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে আদালত পাড়ায়। আসামি দেওয়ান বেদারুল ইসলাম নিজেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভিডিওতে দেখা যায়, বেদারুল ইসলামের বাসায় জ্যাকেট গায়ে এক ব্যক্তি প্রবেশ করেন। তাকে ঘরে বসিয়ে বেদারুল কিছুক্ষণের জন্য চলে যান। এরপর একটি লাল রঙের ব্যাগ নিয়ে ফিরে আসেন। পরে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিল বের করে ওই ব্যক্তির হাতে তুলে দেন।
বেদারুলের বাসায় গিয়ে টাকা নেওয়া ব্যক্তিটি জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এস এম শাহিন বলে জানিয়েছেন আইনজীবীরা।
এরই মধ্যে বেঞ্চ সহকারী এস এম শাহিন ও ফাঁসির আসামি দেওয়ান বেদারুল ইসলামের টাকা আদান-প্রদানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত বেঞ্চ সহকারী এস এম শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকা নিয়েছি কিন্তু সেটি ঘুষ নয়। বেদারুল ইসলাম আমার বড় ভাইয়ের বন্ধু। তিনি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সে দিন ওই টাকা ফেরত নেওয়ার জন্য তার বাসায় গেছিলাম।
উল্লেখ্য, বেদারুল ইসলাম নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার আসামি। এ বছরের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিনের আদালতে বেদারুল ইসলামসহ ১১ জনকে ফাঁসির আদেশ শোনানো হয়।