বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
কোটা সংস্কারের এক দফা দাবিতে এবং আন্দোলনকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এদিকে মিছিলে আসতে গিয়ে ইডেনে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ‘প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই, করতে হবে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ,’ ‘আমি নই তুমি নও, রাজাকার রাজাকার, ‘কে বলেরে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমি কেন রাজাকার, জবাব চাই জবাব চাই’—ইত্যাদি স্লোগান দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দুপুর ১২টার দিকে ইডেন কলেজের থেকে জমায়েত হয়ে মিছিল বের করেন। এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাদেরকে মারধর করা হয়। এছাড়া শিক্ষার্থীরা যেন বের না হতে পারেন, সেজন্য ইডেনের প্রধান ফটক বন্ধ করে রাখা হয়।
খবর পেয়ে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা ইডেনের ফটক ভেঙে শিক্ষার্থীদের বের করে নিয়ে এসে মিছিলে যোগ দেন।
এদিকে ব্যানারসহ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।