সরকারি চাকরিতে কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলা পাল্টা হামলায় দিনরাত ছিল উত্তেজনা। আহত হয়েছেন চার শতাধিক শিক্ষার্থী। গতকাল কয়েক দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনকারীদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। ঢাকার মধ্যে ইডেন কলেজ, ঢাকার বাইরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিলেট শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২ শতাধিক আহত হয়েছেন। হাসপাতালে গিয়েও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র ছাত্রলীগ নেতা-কর্মীরা। রাত সাড়ে ১২টার দিকে শতাধিক বহিরাগত নিয়ে এ হামলায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরে তারা ভিসির বাসভবনে আশ্রয় নেন। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানেও হামলা চলছিল।
গতকাল বিকাল ৩টার দিকে ঢাবির মলচত্বর এলাকায় হামলার সূত্রপাত ঘটে। এদিন দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। বিকাল ৩টার দিকে কোটা আন্দোলনকারীরা বিজয় একাত্তর হলে ছাত্রলীগের আটকে রাখা শিক্ষার্থীদের আনার জন্য হলপাড়ায় মিছিল নিয়ে যান। এ সময় রড, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করে ছাত্রলীগ। শিক্ষার্থীরা হামলার পাল্টা জবাব দিলে শুরু হয় সংঘর্ষ। ছাত্রলীগের হামলার মুখে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ভিসি চত্বর এলাকায় অবস্থান নেন। পরে ছাত্রলীগ ভিসি চত্বর এলাকায় হামলা চালাতে শুরু করে। এ সময় দিগি¦দিক ছোটাছুটি করেন শিক্ষার্থীরা।বিস্তারিত