অনলাইন ডেস্ক
চলতি বছরের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত বছরের জুন শেষে এর পরিমাণ ছিল ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫৫ হাজার ৩৫২ কোটি টাকা বা ৩৫ শতাংশ।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাস শেষে ব্যাংকিংখাতের মোট বিতরণে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ।
জুনের তিন মাস আগে অর্থাৎ মার্চ প্রান্তিকে ব্যাংকিংখাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা ওই সময়ের মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ, তিন মাসের ব্যবধানে ২৯ হাজার ৯৬ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে