৯ অক্টোবর রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতের শিল্পজগতের নক্ষত্র রতন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। অটোমোবাইল ও ইস্পাত শিল্পে আধিপত্য রয়েছে টাটা গ্রুপের। নিজের নামে সম্পদ না গড়ে, টাকা তুলে দিতেন টাটা ট্রাস্টের হাতে। তিনি বিপুল সম্পদের বড় অংশ দান করে দিতেন এ ট্রাস্টের মাধ্যমে…
একনজরে রতন টাটা
♦ পরিচয় : মৃত্যুর আগে টাটা সন্সের ইন্টার্ন ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি টাটা চ্যারিটেবল ট্রাস্টেরও চেয়ারম্যান ছিলেন। ভারতীয় ধনকুবের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পপতি।
♦ টাটা গ্রুপের যত ব্যবসা : এয়ারলাইনস, গাড়ি তৈরি, কেমিক্যাল, প্রতিরক্ষা ও মহাকাশ, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যসেবা, তথ্য ও প্রযুক্তি, টেলিফোন, স্টিল, রিয়েল এস্টেট, খাবার-পানীয়, কসমেটিক্স ইত্যাদি।
♦ যেভাবে উত্থান : দরিদ্র পরিবারে জন্ম। শুরুতে ব্লাস্ট ফার্নেস সরানোর কাজ পেয়েছিলেন তিনি। ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হন। সেখানেই পান বিস্ময়কর সাফল্য। টাটা গ্রুপের ব্যবসা ছড়িয়েছে ভারত, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায়।
♦ মোট সম্পত্তি : হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত রতন টাটার সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৯০০ কোটি রুপি। টাটা গ্রুপ হোল্ডিংস, টাটা সন্সের মাত্র ০.৮৩ শতাংশ শেয়ার নিজের নামে রেখেছিলেন তিনি।বিস্তারিত