1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

পুরান আসবাব কেনার ক্ষেত্রে যেসব ভুল করা যাবে না ‘ওল্ড ইজ গোল্ড’ কথাটা সবসময় পুরানো আসবাবপত্র কেনার ক্ষেত্রে খাটবে না।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

 

ব্যবহৃত বা পুরানো আসবাবপত্র কেনার সুবিধা হল কম দামে ভালো জিনিস পাওয়া যায়।

তবে কিনতে গিয়ে অনেকেই সাধারণ কিছু ভুল করেন। ফলে অনেক সময় টাকাটা পানিতে যায়।

তাই ‘সেকেন্ড হ্যান্ড’ আসবাবপত্র কিনতে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের মিতব্যয়ী হওয়ার দুই প্রশিক্ষক জেসি রিড এবং কেট জামপ্রিওলি।

পরখ না করে কেনা যাবে না

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জামপ্রিওলি বলেন, “ভালো মতো পরীক্ষা না করে পুরানো কোনো কিছু কেনা ঠিক হবে না। পুরান একটা কাচের পাত্র কিনে আনার পর দেখলে সেটাতে সুক্ষ্ম ফাঁটাল রয়েছে। তখন আর কিন্তু ফেরত দেওয়ার উপায় নেই।”

মান, ওজন, কোনো দাগ, উপাদান ও কত দিনের পুরানো- এসব বিষয় ভালো মতো যাচাই বাছাই করে নিতে হবে।

সারাই করা যাবে না এমন জিনিস না কেনা

কাঠের বা অন্যান্য উপাদানের জিনিসে সমস্যা থাকলে সারাই করা যায়। তবে কতখানি সারাই যোগ্য সেটা যাচাই করতে হবে।

জামপ্রিওলি বলেন, “সারাই করাটা যদি বেশি খরচান্ত বা জটিল মনে হয় তবে সেটা কেনা থেকে দূরে থাকতে হবে।”

একই প্রতিবেদনে জেসি রিড বলেন, “পুরানো আসবাব চকচকে করতে নতুন রং করাই যায়। তবে রং আর আসবাবের দাম মিলে যদি নতুনের মতো খরচ হয়, তবে কেনো পুরান জিনিস কিনবেন!”

সত্যি পছন্দ হলে এড়িয়ে না যাওয়া

বেশি পছন্দ হওয়ার পরও কোনো জিনিস নিতে দ্বিধা বোধ করলে, দ্বিতীয়বার চিন্তা করার দরকার নেই। কিনে ফেলুন- পরামর্শ দেন জামপ্রিওলি।

কারণ পরে এসে কিনবো- এই ভেবে ফেরত আসলে দেখবেন পছন্দের জিনিসটা অন্য কেউ নিয়ে নিয়েছে। তখন আফসোস করতে হবে।

ছুটির দিনে না যাওয়া

সবার জন্য সম্ভব না হলেও, জামপ্রিওলি পরামর্শ দেন- ছুটির দিনটা কেনাকাটা করা এড়াতে।

তিনি বলেন, “কারণ ছুটির দিনে দোকানে এমনিতেই ভিড় বেশি হবে। আর জিনিসপত্রের যোগানেও ঘাটতি থাকবে। আর ক্রেতা বেশি হলে দামও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।”

তাই এমন দিনে পুরানা আসবাবপত্র কিনতে যান, যেদিন লোক সমাগম কম হবে।

অনলাইনে জনপ্রিয় জিনিস না কেনা

“ফেইসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়েবসাইটে পুরানো জিনিস বিক্রি হয়। কোনো কিছু পছন্দ হলে সাথে সাথে সেটা না কিনে, বরং একই নামে ‘সার্চ’ করে দেখুন। একই রকম পণ্য বিভিন্ন দামে পেয়ে যেতে পারেন”- পরামর্শ দেন জামপ্রিওলি।

ভালো দাম এড়ানো

কোনো কিছুর দাম নাগালের মধ্যে মনে হলে, বা যুক্ত সঙ্গত দাম পাওয়া গেছে বলে সেটা কিনতে হবে এমন কোনো কথা নেই।

জামপ্রিওলি বলেন, “আমার বাসাতেই এমন অনেক জিনিস আছে, ভালো বা সাশ্রয়ী দামে পেয়েছি বলে কিনে এনেছি। তারপর থেকে পড়ে আছে, আর ঘরের জায়গা দখল করছে।”

মনে রাখতে হবে- প্রয়োজন ছাড়া শুধুমাত্র ভালো দামে পাওয়া যাচ্ছে বলে সেটা কেনারও দরকার নেই।

আরও কিছু বিষয় মাথায় রাখা

পুরান জিনিস, আসবাবপত্র পাওয়া যায় এমন অনেক জায়গা রয়ছে। অনলাইনেও আছে। তাই এক জায়গায় না দেখে বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করতে হবে।

আসবাবপত্র কেনার সময় অবশ্যই পকেটে মাপ দেওয়ার ফিতা নিয়ে যাওয়া উচিত। না হলে কেনার পর বাসায় এনে দেখা গেল জায়গা হয় না।

দোকান থেকে বাসার দূরত্ব, মালপত্র পরিবহনের খরচাও বিবেচনায় নিতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com