শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর ছাত্র-জনতার দখলে ছিল রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে গণজমায়েত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা। অর্ধশতাধিক লোককে আটক করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল থেকেই গুলিস্তানে জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। তবে অন্যান্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। এদিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ভাসানী অনুসারী পরিষদের পক্ষে সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু নেতা-কর্মীদের নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জলকামান ও রায়ট কার রাখা হয়।বিস্তারিত