ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের তিন মাসে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রকম পরিবর্তন ও সংস্কার শুরু হলেও বাজারব্যবস্থায় ন্যূনতম কোনো পরিবর্তন আসেনি। বাজারব্যবস্থার সিন্ডিকেট ভাঙার মতো কোনো কার্যকর ব্যবস্থাই নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। মাঠপর্যায় থেকে পাইকারি, আড়তদার, খুচরা বাজারের কোথাও কোনো স্বচ্ছতা, জবাবদিহির বালাই নেই। খোদ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও হতাশা প্রকাশ করে বলেছেন, বাজারে বিশৃঙ্খলার কারণে পণ্যের দাম কমছে না। মানুষ অধৈর্য হয়ে গেছে। এটাই অস্বাভাবিক। পণ্য আমদানি পর্যায়ে শুল্ক ছাড় দিলেও এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এখনো সেই পুরনো ধাঁচেই চলছে ঢিলেঢালা মনিটরিং। মনিটারিং টিম যতক্ষণ বাজারে থাকে ততক্ষণ পরিস্থিতি কিছুটা ঠিক থাকে। তদারকি টিম চলে গেলে আবার সেই আগের অবস্থায় ফিরে যায়। ৫ আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর পণ্য পরিবহন ও বাজারব্যবস্থায় চাঁদাবাজি কিছুটা স্তিমিত হলেও এখন সেটা আগের অবস্থায় ফিরে গেছে। এ ক্ষেত্রে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকার প্রথমদিকে কিছুটা চেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি। চাঁদাবাজদের কাছে এক রকম অসহায়ত্ব বরণ করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা মনে করেন, পণ্যের দাম না কমায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে অসন্তোষ। যা এ সরকারের প্রতিও তিক্ততা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিস্তারিত