দিনদিন ভয়ংকর হয়ে উঠেছে রাজধানীর অপরাধীরা। কেবল বাসা লুটপাটই নয়, লুটের পর বাচ্চা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনাও এবার ঘটেছে। পুলিশের চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল নিয়ে এগোচ্ছে অপরাধীরা। চুরি করতে গিয়ে খুন করা হয় বাসার মালিককে। দিনদুপুরে ঘটছে ছিনতাইয়ের ঘটনা।
সংশ্লিষ্টরা বলছে, গত দুই মাস ধরে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে সারা দেশে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান। এসব অপরাধীদের ঠেকাতে সম্প্রতি নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযানের গতি আরও বাড়ানো হয়েছে। তাতেও কাজ হচ্ছে না। নানান কায়দায় অপরাধ সংঘটিত হচ্ছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমরা চেকপোস্ট এবং প্যাট্রোলিং বাড়িয়েছি। আজকেও (শনিবার) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কনফারেন্সে অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রতিটি ঘটনা যেন রেকর্ডেট থাকে, ওইসব ঘটনায় যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং যেসব ঘটনা ঘটে সেগুলো যেন উদঘাটিত হয়। আর এসব ঘটনায় পুরনো কিছু অপরাধী মাথাচাড়া দেয়, আবার নতুন নতুন অপরাধীও তৈরি হয়। তবে আমাদের দৃষ্টিতে অপরাধ নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমরা আত্ম তুষ্টিতে ভুগছি না।বিস্তারিত