অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলেছে ঢাকা। আর এদিন সকালে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার বাতাস ছিল জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। ২৬১ একিউআই স্কোর নিয়ে এ তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। আর ২৫০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এদিকে, বায়ুদূষণের তালিকায় ৫২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো এবং ৭২২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যা জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।