ডাবলিনের আকাশে আজও মেঘের আনাগোনা আছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচও ভেসে যাওয়ার সম্ভাবনা কম। ক্লনটার্ফের উইকেট ব্যাটিং সহায়ক। এ ম্যাচেও তাই বড় রানের ম্যাচ দেখা যেতে পারে। গ্রুপের শেষ ম্যাচে টস জেতা দল আয়ারল্যান্ড তাই ব্যাটিং নিয়েছে।