1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ১ হাজার ৮০০ রূপগঞ্জে কিশোরদের সাজানো ডাকাতির নাটক, তিনজন গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব পাকিস্তানের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজউক চেয়ারম্যান ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের আশা সালাহউদ্দিন আহমদের প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রবিবার থেকে সব বার্ষিক পরীক্ষা শুরু রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান ভিপি সাদিক কায়েমের

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর স্ত্রী-বান্ধবীদের সঙ্গে পাবেন কোহলিরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১৯৮ বার দেখা হয়েছে

ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের আসন্ন বিশ্বকাপে উপস্থিত থাকার ব্যাপারে কিছু বিধি নিষেধ জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দেড় মাস ধরে চলবে বিশ্বকাপ। এতোদিন পরিবার থেকে দূরে থাকা কষ্টকর। তাই পুরো সময়টাই স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার আবেদন করেছিলেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা। প্রথমে তা নাকচ করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিছুদিন পর অবশ্য তা মেনে নেয় বোর্ড। তবে তা শর্ত সাপেক্ষে।
ভারতের প্রথম ম্যাচের ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে যোগ দিতে পারবেন তাদের স্ত্রী ও বান্ধবীরা। থাকতে পারবেন আগামী ১৫ দিন। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন।

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা ঠিক করতে পারেন কবে তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে সেটা প্রথম ম্যাচের ২১ তার বেশি দিন পার হতে হবে।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন কোহলিরা। তবে এ জন্য টুর্নামেন্ট শুরুর পর ২১ দিন অপেক্ষা করতে হবে। এরপর পরিবারের সদস্যদের পাশে পাবেন তারা। সঙ্গে রাখতে পারবেন স্ত্রী-সন্তান ও বান্ধবীদের।

এ ২১ দিনের মধ্যে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচসহ টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই শেষ হয়ে যাবে। বাকি থাকবে মাত্র চারটি ম্যাচ। এর আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পরিবারের সদস্যরা মাঠে এলেও থাকতে হবে আলাদা হোটেলে।

বিসিসিআই আশা করছে, এই সময়ের মধ্যেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলবে ভারত। ফলে ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ থাকবে না। তখন পরিবারের সদস্যরা থাকলেও সমস্যা হবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com