1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এশিয়ার তিন দেশে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ১ হাজার ৮০০ রূপগঞ্জে কিশোরদের সাজানো ডাকাতির নাটক, তিনজন গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব পাকিস্তানের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজউক চেয়ারম্যান ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের আশা সালাহউদ্দিন আহমদের প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রবিবার থেকে সব বার্ষিক পরীক্ষা শুরু রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান ভিপি সাদিক কায়েমের

টোলে আটকা সুফল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে ফাঁকা, নিচে ভয়াবহ যানজট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

ঘড়ির কাঁটায় সময় তখন বেলা ১১টা। বনানী ওভারপাসে ওঠার মুখ থেকেই রাজধানীর ফার্মগেটমুখী সড়কটিতে ভয়াবহ যানজট। গুগল ম্যাপে দেখা গেল মহাখালী ফ্লাইওভার পর্যন্ত যানজটে লাল হয়ে আছে সড়কটি। হাজার হাজার গাড়ি যখন সড়কটিতে থেমে থেমে চলছিল, তখন মাথার ওপরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) ছিল একেবারেই ফাঁকা। মিনিটে পার হচ্ছিল সর্বোচ্চ ১০-১৫টি যানবাহন। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছার সুযোগ থাকলেও অধিকাংশ যানবাহনই উঠছে না উড়াল সড়কে। ফলে এক্সপ্রেসওয়েটি চালু হলে অন্তত ৩০ শতাংশ যানজট কমার যে আশা করা হয়েছিল, সেই সুফল অধরাই রয়ে গেছে।

সম্প্রতি সরেজমিনে সড়কটিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। নিচ দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত টোলের কারণেই তারা উড়াল সড়ক এড়িয়ে চলছেন। তাদের ধারণা, টোল কমালে বর্তমানের চেয়ে কয়েকগুণ গাড়ি উড়াল সড়ক ব্যবহার করত। তাতে যানজটও কমত, এক্সপ্রেসওয়ের আয়ও বাড়ত। উবার চালক মতিউর বলেন, ‘কুড়িল বিশ্বরোড থেকে মহাখালীর ভাড়া আসে ৩০০ টাকার মতো। সেখানে ৮০ টাকা টোল দিলে থাকে ২২০ টাকা। জ্বালানি খরচ, উবার কোম্পানির অংশ, গাড়ির মালিকের টাকা দিলে কিছুই থাকে না। যাত্রীরা টোলের টাকা দিলে ওপর দিয়ে যাই।’ সড়কটিতে নিজের গাড়ি নিজেই চালিয়ে নিকুঞ্জ থেকে বনানী চেয়ারম্যানবাড়ি যাচ্ছিলেন তারেক মামুন। তিনি বলেন, ‘এটুকু পথ যাওয়ার জন্য অহেতুক ৮০ টাকা দেওয়ার যৌক্তিকতা নেই। ২০-৩০ টাকা হলে ঠিক ছিল। তখন উড়াল সড়ক দিয়েই যেতাম।’ একই কারণে উড়াল সড়কে উঠছে না পিকআপ, ট্রাকসহ অন্যান্য যানবাহনও। এ ছাড়া মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা এক্সপ্রেসওয়েতে ওঠার অনুমতি না থাকায় এগুলোও চলছে নিচের সড়ক দিয়ে। দূরপাল্লার হাতে গোনা কিছু বাস ওপর দিয়ে যেতে দেখা গেলেও উঠছে না লোকাল বাস। তারা বলছেন, ‘ওপর দিয়ে গেলে যাত্রী পাওয়া যায় না।’ ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত উড়াল সড়কটি যানজট নিরসনে কাক্সিক্ষত সুফল দিতে পারছে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com