মহিমান্বিত মাস রমজান। সিয়াম সাধনার এ মাস ঘিরে নানা অনুষ্ঠান ও রীতি-রেওয়াজ রয়েছে। রোজা রাখা, ইফতার ও সাহরি খাওয়া ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় খুশির আমেজ। দেশে দেশে কীভাবে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করে থাকেন, তা নিয়ে আজকের রকমারি। লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
সৌদি আরব
রমজান মাস পালনে সৌদিতে মাস দুয়েক আগ থেকে প্রস্তুতি চলে। ইবাদতের জন্য সারা দিনের কাজকর্ম গুটিয়ে আনেন সৌদিরা। পরস্পর সাক্ষাৎকালে ‘শাহরু আলাইকা মোবারাকা’ বলে কুশল বিনিময় করেন। রমজান শুরু হওয়ার সপ্তাহ-দশ দিন আগ থেকেই সৌদিতে রাস্তার পাশে কিংবা মার্কেটে শোভা পায় সারি সারি তাঁবু। যার অনেকগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। রোজাদারদের ইফতার করানোর জন্যই তৈরি করা হয় এসব। তাঁবুগুলোতে যথারীতি ভালো মানের ইফতারির ব্যবস্থা করা হয়। তাঁবুর ইফতার আয়োজনে সাধারণত খেজুর, বোতলজাত পানি, জুস, মাঠা, ফল, কফি, চিকেন বিরিয়ানি এবং এলাকাভিত্তিক ঘরোয়া খাবার থাকে। পুরো রমজান মাসে ভিনদেশি শ্রমিকদের ইফতার বা সাহরি কখনো কিনতে হয় না। এসব কাজ তাঁবুতে পুরোপুরি নিজস্ব উদ্যোগেই হয়ে থাকে। রমজান উপলক্ষে বিভিন্ন কোম্পানির জিনিসে থাকে বিশেষ ছাড়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য থাকে হাতের নাগালে। সরকারিভাবে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ক্রয়-অক্ষম মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় গিফট বক্স। যাতে থাকে তেল, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য দ্রব্য।বিস্তারিত