দেশের সামগ্রিক পরিবেশে ত্রিমুখী চাপ সৃষ্টি করছে রোহিঙ্গা খাত। উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি রাখতে না পারায় কাঙ্ক্ষিত অথর্নৈতিক সহায়তা আসছে না। ফলে রোহিঙ্গাদের দৈনন্দিন ব্যয় মেটাতে আর্থিক খাতের ওপর চাপ বাড়ছে। বিদেশি সহায়তা কমে যাওয়ায় এ খাতের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। খাদ্যসহায়তা কমানোর কারণে রোহিঙ্গা নাগরিকরা নিরাপত্তাকর্মীদের চোখকে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে যাচ্ছেন কাজের খোঁজে। বাইরে বেরিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। এমনকি ক্যাম্পগুলোর ভিতরেও বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। ক্যাম্পের অভ্যন্তরে বাড়ছে মাদক চোরাচালান, খুন ও হত্যাকান্ডের মতো ভয়ংকর অপরাধ। এতে সেখানকার স্থানীয় পরিবেশও বিপন্ন হয়ে পড়ছে। এদিকে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের দেখভালের জন্য আর্থিক সহায়তা দিতে উন্নয়ন সহযোগীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখতে পারছে না। ধীরে ধীরে তারা অবস্থান থেকে সরে যাচ্ছে। এতে সরকারের ওপর চাপ বাড়ছে বিকল্প অর্থের সংস্থানে। অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।বিস্তারিত