1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

এনবিআর বিলুপ্তি : আজ চতুর্থ দিনে গড়াল কলম বিরতিছে।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে আজ চতুর্থ দিনেও কলম বিরতি কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা।

এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচলাবস্থার নিরসন চেয়েছে এনবিআর ঐক্য পরিষদ।

শনিবার (১৭ মে) বিকেলে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠনের পক্ষে এমন বক্তব্য উপস্থাপন করেন উপকর কমিশনার নিপুন চাকমা।

তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন এবং মিডিয়া মারফত আলোচনার খবর পাব। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে। এর আগে তিনি চতুর্থ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

নিপুন চাকমা বলেন, রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এদিন প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com