1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী

কুমারিকা মিস ন্যাচারাল ২০১৬ গ্র্যান্ড ফিনালে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১৮০ বার দেখা হয়েছে

গত ৭ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় হোটেল গার্ডেনিয়া-তে অনুষ্ঠিত হয়ে গেল ‘কুমারিকা মিস ন্যচারাল ২০১৬’ এর গ্র্যান্ড ফিনালে। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে মোট ১১ জন প্রতিযোগী থেকে শীর্ষ ৩ জন কে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।

প্রকৃতিই সকল সৌন্দর্য্যের উৎস ও প্রতীক।এই প্রকৃতি আর তারুণ্যের প্রতিনিধি হিসেবে বাংলাদেশেকুমারিকা ব্র্যান্ডটিকাজ করে আসছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের যথাযথ মূল্যায়ন এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকে কুমারিকা তাদের দায়িত্ব মনে করে।এরই প্রেক্ষিতে২০১৩ সাল থেকে প্রতি বছর ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নামকঅনলাইনভিত্তিকসুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আসছে কুমারিকা। এ বছর মিস কুমারিকা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন মিস জেরিন মোসান প্রথম রানার আপ কানিজ ফাতেমা সূর্য এবং দ্বিতীয় রানার আপ হনশিউলি আক্তার রোদেলা। স্পেশাল এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দ্যা মোস্ট বিউটি ফুল স্কিন নির্বাচিত হন আফরোজা ইসলাম টুম্পা, দ্যা মোস্ট বিউটি হেয়ার সাদিয়া ইকবাল নাবিলা এবং দ্যা কারেজিয়াস বিউটি নির্বাচিত হন নুসরাত জাহান নিঝুম (এসিড ভিকটিক)। সকলকে অভিনন্দন।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, হেমাস কনসুমার ব্র্যান্ডস লিমিটেড এর ক্যাটাগরি বিজনেস ম্যনেজার নুসরাত জাহান।

অনুষ্ঠানে শীর্ষ ১১ প্রতিযোগী নাচ, অভিনয় ইত্যাদি বিভিন্ন একটিভিটির মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন। এছারাও অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যনাট্য বৃক্ষবন্দনা উপস্থাপন করা হয়। সঙ্গীত শিল্পী সভ্যতা অনুষ্ঠানে গান পরিবেশনা করেন।

পরিশেষে সেরা ১০ জন প্রতিযোগী সম্মানিত বিচারকমণ্ডলীর মুখোমুখি হন । সেখানে আত্মবিশ্বাস,ন্যাচারাল লুক,প্রকৃতিপ্রেম,উপস্থিতবুদ্ধি ইত্যাদির বিচারে বিজ্ঞ বিচারকমণ্ডলী তাদের নম্বর দেন।পরিশেষে প্রাপ্ত ভোট ও বিচারকমণ্ডলীর প্রদত্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত হন এ আসরের বিজয়ী এবং দু’জন রানার আপ। বরাবরের মতো এবারও বিজয়ীপাচ্ছেন আসন্ন ভালোবাসা দিবসে কুমারিকা নিবেদিত বিশেষ টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ।

তিনমাসব্যাপী চলমান এই প্রতিযোগীতার চূড়ান্ত বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান রহিমা সুলতানা রিতা, অভিনেতা তাহসান খান, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, এবং নাট্য পরিচালক মাব্রুর রশিদ বান্নাহ। ফ্যাশন ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল প্রতিযোগীদের গ্রুমিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেন।

অ্যাক্টিভেশন এর পুরো পরিচালনা করে বিজ্ঞাপনী সংস্থা মিস্টিক মাইন্ডস। ডিজিটাল এবং মেক ওভার পার্টনার হিসেবে কাজ করে সফটউইন্ডটেক এবং হারমনি স্পা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com