1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

ঢাবিতে ৬টি ককটেল উদ্ধার রাজধানীতে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি

 

রাজধানীর শাহবাগ ও কাটাবন মোড় মধ্যবর্তী এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ। মিছিল শেষে তারা শাহবাগ সড়ক সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পকেট গেইটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাছাড়া ঢাবির কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) ভোরে এমন ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোকা জুনিয়র্সের বিপক্ষে বেনফিকার শুরুর একাদশে খেলবেন ডি মারিয়াবোকা জুনিয়র্সের বিপক্ষে বেনফিকার শুরুর একাদশে খেলবেন ডি মারিয়া
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল হয়ে কাটাবন মোড় গিয়ে শেষ হয়। তবে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলায়েত শেখ জানান, ভোরে হঠাৎ ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা’-র স্লোগানে ঘুম ভেঙে যায়। আনুমানিক ৫টা ৫০ মিনিটে মিছিলটি শাহবাগ থেকে এসে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত পৌঁছায়। পরিবাগ মোড়ে পনেরো-বিশজনের একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তারা বিভিন্ন গলিতে সরে যায়। এর কিছুক্ষণ পরেই আমাদের হলের পকেট গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলিতে নিহত ৫৯গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলিতে নিহত ৫৯
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল কাঁটাবন মোড় এলাকায় অনুষ্ঠিত হতে দেখি। আমরা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের আইনের আওতায় আনা হবে।

এদিকে সোমবার সকালে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে নিরাপত্তারক্ষীরা ৬টি ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করে। পরে সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

ঢাবির সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সেখানে দুটি ওয়ানটাইম বক্সে ৬টি ককটেল দেখতে পাই। একটিতে ৪টি অন্য আরেকটি বক্সে ২টি ককটেল ছিল। পরে আমরা শাহবাগ থানাকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো উদ্ধার করে।

কে বা কারা রেখে গেছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ইমার্জেন্সি গেটটি সবসময় খোলা থাকে। এখানে সিসিটিভিও নাই। ফলে রাতের বেলা কে বা কারা রেখে গেছে এই মুহুর্তে বলা যাচ্ছে না। আজকে থেকে এখানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com