গতকাল সন্ধ্যায় উত্তরা মিডিয়া ক্লাবের নয়া কমিটির প্রথম সভা শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা মিডিয়া ক্লাবের সফলতা ও সমৃদ্ধির লক্ষে ১০০ দিনের কর্মসূচী গ্রহন করার সিদ্বান্ত নেয়া হয়েছে ১ম সভায়। ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও উন্নতির শিখরে পৌঁছানোর আশবাদ বাক্ত করা হয়।
সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে সকল কার্যক্রম সফল করার শপথ নেন।
উল্লেখ্য, বিগত ২১ মে ২০২৫ইং ‘উত্তরা মিডিয়া ক্লাবে’র এজিএম পরবর্তী কর্মসূচি ও ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি মূলক এক বিশেষ সভা উত্তরা মিডিয়া ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদের অফিসে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান।
সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে গত ১৭ মে ‘উত্তরা মিডিয়া ক্লাবে’র এক বিশেষ সাধারন সভায় ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে শরিফুল ইসলাম খানকে সভাপতি পদে ও জামসেদ ওয়াজেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন, এবং পূর্ব সিদ্বান্তনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি সভায় চূড়ান্ত করা হয়। আগামী সভায় নতুন কমিটির সভা অনুষ্ঠিত হইবে। আজকের সভায় ‘উত্তরা মিডিয়া ক্লাবে’র ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি উপস্থাপন করা হয়।
*সভাপতি – একেএম শরিফুল ইসলাম খান।
*সহ- সভাপতি- রাশিদুল হাসান বুলবুল।
*সহ- সভাপতি- সৈয়দ হোসাইন সৈকত।
* সাধারণ সম্পাদক – জামসেদ ওয়াজেদ।
*সহ সাধারণ সম্পাদক – হুমায়ুন কবীর।
সাংগঠনিক সম্পাদক – মহিউদ্দিন সামসুল
*অর্থ সম্পাদক – সাহিল মোহাম্মদ
নির্বাহী সদস্য-
*মুহাম্মদ ওবাউদুল্লাহ,
*সালেহ রশিদ অলক,
*কামাল হোসেন,
*লাকী জাহান।