1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ঢাকাসহ ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে ১৮টি অঞ্চলের জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com