1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক। সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই: আপিল বিভাগ কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি চলছে ধর্ষণের হুমকিদাতা ঢাবির সেই শিক্ষার্থী বহিষ্কার হাসিনা-কামালের নির্দেশে গণহত্যা পেছাচ্ছে নতুন পে-স্কেল ঘোষণা ♦ পে-কমিশনের প্রতিবেদন নিয়ে বেতন কাঠামো চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে নির্বাচিতরা- এমন পরিকল্পনা অর্থ বিভাগের ♦ বর্তমানে রয়েছে ২০টি গ্রেড, নতুন কাঠামোতে কমবেশি হতে পারে ♦ অতীতের মতো বেতন বৈষম্য যাতে না হয় সেদিকে নজর রাখছে কমিশন

বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিলো বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে এই ঋণ দেয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেয়া হয়।

বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, এই অর্থসহায়তা মূলত সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন, করনীতির স্বচ্ছতা, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি সেবায় ই-প্রকিউরমেন্ট চালুর মতো সংস্কারমূলক পদক্ষেপে খরচ করা হবে।Flood relief supplies

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এই অর্থায়ন দেশের নীতিমালাকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে।’

বিশ্বব্যাংকের এই অর্থায়নের আওতায় যেসব মূল উদ্যোগ হবে- জাতীয় সংসদের মাধ্যমে কর অব্যাহতির সিদ্ধান্ত নেয়াকে আরো স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনা; ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা; ২০২৭ সালের মধ্যে প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন জনগণের সামনে উন্মুক্ত করার কৌশল প্রণয়ন; সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক করার পাশাপাশি দরপত্র প্রক্রিয়ার আরও প্রতিযোগিতামূলক করা।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, ‘এই অর্থায়ন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণে সরকারকে সহায়তা করবে। পাশাপাশি দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com